শাবিপ্রবিতে শাহপরাণ হলের ক্যাফেটেরিয়া উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে শাহপরাণ হলের ক্যাফেটেরিয়া উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শাহপরাণ হলের সংস্কারকৃত ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে হলের সংস্কারকৃত এ ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন, প্রক্টর ড. মো. আলমগীর কবীর, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে শাহপরান হলে ইতোমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের জন্য হলের চারপাশ পরিষ্কার, হলের প্রতিটি ব্লকের ওয়াশরুম সংস্কার, ওয়াশরুমে টাইলস সংযোজন, রিডিং রুম, টিভি রুম সংস্কারসহ পানির ফিল্টারসমূহ প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও আগামী ২৫ অক্টোবর থেকে হলের ডাইনিং, নতুন সেলুন, স্টেশনারি, লন্ড্রি ও খাবারের দোকান খোলা থাকবে। আমরা শিক্ষার্থীদের সাইকেল রাখার সুবিধার্থে নতুন সাইকেল স্ট্যান্ড স্থাপন করবো।

তিনি বলেন, শিক্ষার্থীদের হলে উঠতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক এক ডোজ টিকা নিতে হবে। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই টিকার প্রমাণ দেখিয়ে হলে উঠতে হবে। হলে কোন অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা সকল ব্যবস্থাই গ্রহণ করেছি। হলটি যেন সুন্দর এবং পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা হলটিকে পরিচ্ছন্ন রাখতে আমাদের সহায়তা করে। তারা যেন যেখানে সেখানে ময়লা না ফেলে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সকল শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

এসময় আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় আবাসিক হল খুলে দেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল পরিদর্শন করেন তিনি।

আরসি-১৫