গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের নোয়াগাঁও থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছানু মিয়া উপজেলার কায়স্থগ্রাম নোয়াগাঁও গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ি ইউপির কায়স্থগ্রামের নোয়াগাঁও এলাকার ওই নারীর স্বামী বাইরে থাকার সুবাদে ছানু একা পেয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই নারী ৯৯৯ এ কল দিয়ে থানা পুলিশকে অবগত করলে সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ছানু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ছানু মিয়ার বিরদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওই নারীকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে প্রেরণ করা হয়েছে।
এফএম/আরসি-১৬