মান্নারগাঁও ইউনিয়নে মাঠ চষে বেড়াচ্ছেন জামাল উদ্দিন

দোয়ারাবাজার প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২১
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২১
০৬:৫৬ অপরাহ্ন



মান্নারগাঁও ইউনিয়নে মাঠ চষে বেড়াচ্ছেন জামাল উদ্দিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জামাল উদ্দিন আহমদ এখন মাঠ চষে বেড়াচ্ছেন।

গত নির্বাচনের পর থেকেই মাঠে সক্রিয় রয়েছেন তিনি। বিশেষ করে করোনা মহামারীতে এলাকার মানুষের পাশে ছিলেন এবং এখনও আছেন।  

জামাল উদ্দিন আহমদ জীবন জীবিকার তাগিদে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামের মৌলভী রইছ উদ্দিনের পুত্র। 

তাঁর সমর্থকরা জানান, জামাল উদ্দিন আহমদ একজন নিষ্ঠাবান সমাজসেবক হিসেবে ইউনিয়নবাসীর পাশে রয়েছেন। সমাজে গরীব অসহায় মানুষের জন্য কাজ করছেন। আসন্ন ইউপি নির্বাচনে সর্বস্তরের জনগণের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। আমরা তাঁকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। 

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন আহমদ বলেন, আমি কোন রাজনৈতিক পরিচয়ে নয় নিজ কর্মদক্ষতা, আন্তরিকতা, সততা দিয়ে কাজ করতে চাই এবং জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচিত হলে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রুপান্তরিত করবো।

এইচএইচ/আরসি-০৮