সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৩, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট শহর পূর্বাঞ্চল কমিটি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ইসলামপুর বাজারে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি খোকন আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহসভাপতি সুরুজ আলী। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য বদরুল আজাদ, বাংলাদেশ স’ মিল শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রেস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, শাহপরান থানা কমিটির সহসভাপতি জয়নাল মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে একের পর এক ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সংখ্যালঘুদের বাড়িঘর ও জায়গা জমি দখল চলছে। শোষক-শাসকগোষ্ঠি তাদের কামেয়ী স্বার্থ হাসিলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে জনগণের মধ্যে বিভক্তি তৈরির অপতৎপরতায় লিপ্ত। শোষক-শাসকগোষ্ঠি সবসময়ই শোষণ-শাসনকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রভাবিত ও বিভক্তি সৃষ্টি করতে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে আসছে।
বক্তারা আরও বলেন, ‘নিত্যপণ্যের বর্তমান উর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই ছিল। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় লাগামহীন ভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।’
আরসি-১৪