নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২১
০১:১৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০১:২২ পূর্বাহ্ন
সিলেটে নির্মিতব্য হাসপাতালে ‘ক্যান্সার ইউনিট’ চালু হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, সিলেট নগরের চৌহাট্টায় জেলা সদর হাসপাতালের নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মিতব্য এই হাসপাতালে একটি ক্যান্সার ইউনিটও চালু করা হবে। এতে করে মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে। এছাড়া সিলেটে নতুন আরও একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেলে নগরের ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ খুব দ্রুত শুরু করা হবে। বিমানবন্দর-বাদাঘাটের কাজও শুরু হবে। সুতরাং, সিলেটে উন্নয়ন হচ্ছে। আগামীতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে।’
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় নগর আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরসি-১৬