সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৩, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন
লেখক ও সাংবাদিক প্রয়াত আজিজ আহমদ সেলিমের স্মরণে সিলেটে সভা ও ছড়াপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ আয়োজিত নগরের আম্বরখানায় জসিম বুক হাউজে বাদ মাগরিব এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আজিজ আহমদ সেলিমের ছোট ভাই সমাজসেবক জাবের আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ।
বিশেষ অতিথি ছিলেন জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, লেখক ও গীতিকার পীযূষ কান্তি তালুকদার, নাট্যকার ও নাট্যপরিচালক এম, সাবলু।
মোস্তাফিজ সৈয়দের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন জসিম বুক হাউজ প্রকাশনীর প্রকাশক ও সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন।
আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কবি লুৎফা আহমদ লিলি, মো. সুয়েজ আহমদ, কবি ও ছড়াকার ছালিক আমীন, কবি মোহাম্মদ সোহাগ, কবি মনোয়ার পারভেজ, গীতিকার জাহাঙ্গীর আলম, হাসান আহমদ, মুসলিম উদ্দিন প্রমুখ।
আরসি-১৯