সিলেট টিটিসিতে আরপিএল-২ পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৩, ২০২১
০৩:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন



সিলেট টিটিসিতে আরপিএল-২ পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফুড বিষয়ে আরপিএল (রিকগনিশন অব প্রায়র লার্নিং) বা অভিজ্ঞতার স্বীকৃতি প্রশিক্ষণ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ অক্টোবর) গুরুত্বপূর্ণ এ পরীক্ষায় ২১ জনের মধ্যে ১৩ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষায় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা অংশ নেন। পরীক্ষায় পরীক্ষক (অ্যাসেসর) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার কল্যান ব্রত দাস, সাঈদ আলী আমীন রাসুল ও আফলাতুন নাহার।

দিনব্যাপী পরীক্ষা শেষে সন্ধ্যায় উত্তীর্ণদের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাটারিং বিভাগের প্রধান শাহ আলম পাটোয়ারি ও প্রশিক্ষক মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া সবাই চারদিনের (তিনদিনের প্রশিক্ষণ ও একদিনের প্রাকটিক্যাল পরীক্ষা) প্রশিক্ষণ গ্রহণ শেষে পূর্ব অভিজ্ঞতার সনদ পাবেন। এ সনদ নিয়ে প্রবাসীরা ফিরে গেলে তাদের চাকরি ও বেতন-ভাতাদিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। দেশে চাকরির ক্ষেত্রেও এই সনদ কাজে দেবে।

এ বিষয়ে পরীক্ষকরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীকর্মীরা বিভিন্ন পেশার কাজে অভিজ্ঞ হলেও তাদের কাজের স্বীকৃতিস্বরূপ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সনদ না থাকায় তারা বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্যদের চেয়ে বঞ্চিত হন। তাদের কাজের অভিজ্ঞতার সনদ দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সনদের ৬টি লেভেল রয়েছে। গতকাল দ্বিতীয় লেভেলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উত্তীর্ণরা তৃতীয় লেভেলের পরীক্ষা দিতে পারবেন।

এসএএইচ/আরসি-২১