সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৩, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন
সিরাত মিডিয়ার জনপ্রিয় নাতে রাসুল ‘ফিদাকা ইয়া রাসুলাল্লাহ’র সিঙ্গিং কনটেস্ট বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়ছে। শুক্রবার (২২ অক্টোবর) নগরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
মাওলানা আরমান আলীর সভাপতিত্বে প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রিটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ, সিরাত মিডিয়ার পরিচালক সাংবাদিক নোমান বিন আরমান। স্বাগত বক্তব্য দেন সিরাত মিডিয়ার পরিচালক নাওয়াজ মারজান।
প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে মূল্যায়ন ব্যক্ত করেন সিরাত মিডিয়ার পরিচালক শিল্পী ও সুরকার মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শালিন আহমদ, শেখ এনাম। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খুদে শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ তাহমিদ।
আবৃত্তিশিল্পী আলী হোসেন খান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম বিজয়ী হিসেবে নগদ অর্থ, চ্যাম্পিয়ন ট্রফিসহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করেন মুবিনুর রহমান সোহান। প্রথম রানার-আপের পুরস্কার নেন মতিউর রহমান এনাম ও মুআজ আল জোহানী। প্রায় অর্ধশত প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন ছাড়াও পাঁচজন রানার-আপ নির্বাচিত হন।
শুভেচ্ছা বক্তব্যে সাপ্তাহিক বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ বলেন, সিরাত মিডিয়া তাদের কাজের মাধ্যমে স্বতন্ত্র ও অনন্য উচ্চতার পরিচয় বিনির্মাণ করেছে। বিশ্বের কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুস্থ সংস্কৃতির এক বিকল্প নাম হয়ে ওঠেছে সিরাত মিডিয়া।
শুভেচ্ছা বক্তব্যে সিরাত মিডিয়ার পরিচালক সাংবাদিক নোমান বিন আরমান বলেন, সিরাত মিডিয়া এখন কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। সিরাত আমাদের প্রাণের স্পন্দন। এই স্পন্দন আমরা ছড়িয়ে দিতে চাই প্রাণ থেকে প্রাণে। মানে ও মননে নির্মল সংস্কৃতি চর্চার চ্যালেঞ্জজয়ে সিরাত সবসময় প্রতিশ্রুত। এই প্রতিশ্রুতি পূরণে কোটি মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের পাথেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মুকাদ্দাছ, গ্রান্ড সিলেট (পাঁচ তারকা) হোটেলের পরিচালক ফখরুদ্দিন রাজী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদল, মোহাম্মদ মাসুম, কামরুজ্জামান কমরু, ছড়াকার মতিউল ইসলাম মতিন, মনসুর আহমদ, কবি ও গবেষক কিশোয়ার মোশাররফ, মাওলানা সৈয়দ মজদুদ আহমদ, মাওলানা মুজ্জাম্মেল হোসেন রুবেল, মাওলানা জুনেদ আহমদ, জামিল আহমদ, সাংবাদিক ফায়যুর রাহমান, কবির আহমদ খান, সেভ সিলেটের প্রতিষ্ঠাতা আয়ান হক, মাওলানা আবু সালেহ আরিফ, মাওলানা নুরুল ইসলাম সেবুল, মাওলানা ওলিউর রহমান, মাওলানা যুবায়ের বিন আরমান, সাদিকুর রাহমান, সেভ সিলেটের সহকারী নির্বাহী কর্মকর্তা জাবেদ হোসেন নিরব, ইনাম বিন সিদ্দিক, মীম সুফিয়ান, মাহবুব খান, ইবাদ বিন সিদ্দিক, কবি হুসাইন মুহাম্মদ ফাহিম, ওয়াকিল আহমদ আফ্রিদ, শাহেদ নিজাম, আনওয়ারুল করিম মুস্তাজাব, জুনেল মাসুদ, হুসাইন হাসিব, মাহফুজ নাঈম, জাকির হোসেন, আহমেদ উল্লাহ রাইয়ান, মুস্তাফিজ আরএস প্রমুখ।
আরসি-০৪