মাধবপুরে হতদরিদ্র শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা ও বস্ত্রসহ ঔষধ বিতরণ

মাধবপুর প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২১
০২:০১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০২:০১ অপরাহ্ন



মাধবপুরে হতদরিদ্র শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা ও বস্ত্রসহ ঔষধ বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে হতদরিদ্র শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন করে বিনামূল্যে বস্ত্রসহ ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বেজুড়া গ্রামে এ কার্যক্রমের শুরু হয়। শাহানশাহ্ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী কল্যান ট্রাস্ট এর উদ্যোগে ওই গ্রামের ২৪ জন ছেলে শিশুকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল আওয়াল অভিজ্ঞ সহকারীদের নিয়ে সুন্নতে খৎনা সম্পন্ন করেন।

মাইজভান্ডার কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শিশুদেরকে টুপি, লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

দক্ষিণ বেজুড়া মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সাধারণ সম্পাদক মো. কাজল মিয়ার সভাপতিত্বে সুন্নতে খৎনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি, সাংবাদিক মোহাম্মদ অলিদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, বাসা' এনজিও এর নির্বাহী পরিচালক মোকলেছুর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সমন্বয়কারী মো. ইনসাব মিয়া এবং বি- বাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সমন্বয়কারী মো. আরিফ মিয়া উপস্থিত ছিলেন। 

ও এম/বি এন-০২