জৈন্তাপুরে হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২১
০৭:১১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৭:১৫ অপরাহ্ন



জৈন্তাপুরে হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপি বিভিন্ন পুজা মণ্ডপে হামলার প্রতিবাদে জৈন্তাপুরে গণ-অনশন, অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা। 

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও জৈন্তাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কর্মসূচি পালিত হয়।

জৈন্তাপুর উপজেলা সদরের বিজয় স্তম্ভে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস। 

ছাত্র যুব ঐক্য পরিদের সিনিয়র সহ-সভাপতি পাপলু দে ও সাধারণ সম্পাদক প্রনোদ দেব’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক মনোজ কুমার সেন, সুলাল চৌধুরী, দুলাল দেব, জয়মতি রানী, আব্দুল মতিন শাহিন, প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব, রাজ কুমার শর্মা, শংকর দাশ, দূর্জয় বিশ্বাস, অধির চক্রবর্তী, অমূল্য পাল, পুলিন সরকার, নিবারন দাশ, সুভাস দাশ বাবলু, নির্মল দেবনাথ, রতন দেব, খোকন দাশ, রবি চক্রবর্তী প্রমুখ। 

বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতার জন্য আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে রণাঙ্গণে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ স্বাধীন দেশে ধর্ম পালনে আমরা নির্যাতিত। ধর্ম যার যার রাষ্ট্র সবার, শ্লোগান নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু কুমিল্লার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীতে মন্দিরে হামলা এবং রংপুরে নিরীহ পরিবারে অগ্নিসংযোগ যা স্বাধীন দেশে কাম্য নয়। 

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা। 


আর কে/বি এন-০৪