করোনায় ৪ দিন পর মৃত্যু দেখল সিলেট

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৩, ২০২১
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৭:১৬ অপরাহ্ন



করোনায় ৪ দিন পর মৃত্যু দেখল সিলেট

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর করোনা আক্রান্ত হয় ১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।  এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আজ শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একমাত্র ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা৷ এনিয়ে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৮০ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার শূন্য দশমিক ৯২ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শূন্য দশমিক ১.১৪ শতাংশ, সুনামগঞ্জে শূন্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারেও শূন্য শতাংশ। 

নতুন শনাক্ত হওয়া ৭ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৭৬৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৫১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪ জন সিলেট জেলার হাসপাতালে এবং ১ জন মৌলভীবাজার জেলার হাসপাতালে ভর্তি আছে। 

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন আছেন। 

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন রয়েছেন। 

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৭৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৫৪২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৭৩ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৩৫১ জন সুস্থ হয়েছেন।

এনএইচ/আরসি-০৯