ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে নিজ করনসী গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান মানিক বিগত দুটি নির্বাচনে তাকে জয়ী করার জন্য ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পারিবারিক ব্যস্ততার জন্য আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হতে অপারগতা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সালিশান ব্যক্তিত্ব সৈয়দ আনোয়ার আলী। যুবনেতা মিজানুর রহমান ও সৈয়দ শাহজান আলীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া, সৈয়দ কওছর আহমদ, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আবদুর রব গেদা মিয়া, ইউপি সদস্য তছন মিয়া, গোয়ালাবাজারের সেক্রেটারি তাজ উদ্দিন আহমদ, সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া, আব্দুর রহমান বাবলু, ব্যবসায়ী লিলু মিয়া করনী, ময়না মিয়া, রুমেল আহমদ, তাজিদ বকস লিমন, আমিনুল ইসলাম, ছালিক আহমদ তুরন, প্রবাসী নিখিল ধর, শ্রমিক নেতা আজমদ আলী, যুবনেতা শিপু চৌধুরী, জাবের আহমদ চৌধুরী, কামাল চৌধুরী, শিবলু খান, তাজিদ খান, কনু মিয়া, মাসুদ রানা, নিজাম আহমদ, ডিড রাইটার মাহমদ প্রমুখ।
সভায় বক্তাগণ গোয়ালাবাজারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন ইউপি নির্বাচনে আতাউর রহমান মানিককে পুণরায় প্রার্থী হওয়ার আহবান জানিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইউডি/বিএ-০২