চিত্রশিল্পী সুদর্শন সিংহ আর নেই

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন



চিত্রশিল্পী সুদর্শন সিংহ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী সুদর্শন সিংহ (৫৯) আর নেই। আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় সিলেট নগরের শিবগঞ্জস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। 

চিত্রশিল্পী সুদর্শন সিংহ সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে চিত্রকলা বিষয়ে কোর্স সম্পন্ন করেন।শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়ে দুই দুইবার শ্রেষ্ঠ চিত্রকর্মের জন্য পুরস্কৃত হন। সিলেটের বিশিষ্ট চিত্রশিল্পী মাইস্নাম সাগর সিংহের ছাত্র সুদর্শন সিংহ চারুকলা বিষয়ক প্রতিষ্ঠান ‘চারু নিকেতন’-এর প্রতিষ্ঠাতা সদস্য।

এছাড়া শিশু কিশোরদের প্রতিষ্ঠান ‘সোপান’-এ তিনি দীর্ঘদিন চিত্রকলার প্রশিক্ষক হিসেবে এবং জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর সঙ্গে যুক্ত ছিলেন। চারুকলায় বিশেষ অবদানের জন্য সুদর্শন সিংহকে ২০১০ সালে ‘মাইস্নাম বাবুতন সিংহ মেমোরিয়াল এওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। 

চিত্রশিল্পী সুদর্শন সিংহের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খেলাঘর সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, খেলাঘরের কেন্দ্রীয় সমন্বয়ক তুহিন কান্তি ধর, সোপান’র সভাপতি নওশাদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রীপদ ভট্টাচার্য, মণিপুরী যুব সমিতির সভাপতি ফলেম ধীরেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াই লাড়– সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সহসভাপতি এন যোগেশ্বর অপু, মণিপুরী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আসেম রণজিত ও সহসভাপতি পঞ্চু সিংহ, মণিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, মঙালের সভাপতি এস সুটন সিংহ ও সাধারণ সম্পাদক অভিরূপ সিংহ, মণিপুরী ইয়ূথ কালচারাল অর্গানাইজেশন সাধারণ সম্পাদক কোন্থৌজম রাজীব, মিরাবাজার সার্বজনিন পূজা কমিটির সভাপতি সুদীপ দেব সাধন ও সাধারণ সম্পাদক নারায়ণ পুরকায়স্থ ফনি।

আরসি-২০