হবিগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২১
০৮:১৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম জুলহাস (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত জাহিদুল কুমিল্লা জেলার লালমনাই উপজেলার জয়শ্রী মুন্সিবাড়ির জোবায়ের আহমেদ এর ছেলে।
রবিবার (২৪ অক্টোবর) সকালে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে গ্রেপ্তার করে।
র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুর থেকে ৩০ কেজি গাঁজা ও ৩টি বিয়ারসহ মো. জাহিদুল ইসলাম জুলহাস (২৬) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এস আর/বি এন-০৭