আওয়ামী লীগ নেতা সৈয়দ আবু নছরের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৪, ২০২১
১০:২৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২১
১০:২৬ অপরাহ্ন



আওয়ামী লীগ নেতা সৈয়দ আবু নছরের দাফন সম্পন্ন

বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২৪ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (র.)-এর দরগা মসজিদে সৈয়দ আবু নছরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, অগণিত রাজনৈতিক কর্মী-সমর্থকসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রীর শোক : বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুম আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট সৈয়দ আবু নছর সিলেট জজ কোর্টের সাবেক পিপি ও কুচাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি জাতির পিতার অত্যন্ত বিশ্বস্ত কর্মী ছিলেন। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাবস্থায় সৈয়দ আবু নছরকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি কর্মশালায় যুক্তরাজ্য ও রাশিয়ায় পাঠিয়েছিলেন। সৈয়দ আবু নছর অসুস্থ থাকাকালীন বিভিন্ন সময় জাতির পিতার তনয়া শেখ হাসিনা তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন।

বিএ-০২