শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২১
০৫:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২১
০৫:২৮ পূর্বাহ্ন
দীর্ঘ প্রতীক্ষার পর আজ সোমবার (২৫ অক্টোবর) সকালে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল। এতে শিক্ষার্থীদের বরণ করে নিতে অপেক্ষায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হলের নতুন প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম ।
তিনি বলেন, ‘নতুন প্রভোস্ট হিসেবে নতুন দায়িত্ব নিয়েছি, তাই শিক্ষার্থীদের সংস্পর্শে আসার অনুভূতিটা বেশি কাজ করছে।
তিনি বলেন, 'অনেকদিন পর শিক্ষার্থীরা হলে ফিরছে। তাই শিক্ষার্থীদের বিশেষ আয়োজনে বরণ করে নিতে চাই। ইতোমধ্যে হলের ডাইনিং ও কিচেন রুম নতুনভানে রং করা হয়েছে। হলের সৌন্দর্য বর্ধনে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখন শুধু শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতীক্ষা করছি।'
এদিকে শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাসে অবস্থিত ছেলেদের শাহপরাণ হল, সৈয়দ মুজতবা আলী হল, মেয়েদের প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলও খোলার প্রস্তুতি সম্পন্ন করেছে।
আরসি-০৩