সিলেটে ফাইজারের টিকা নিয়ে কাড়াকাড়ি, ওসমানীতে ভিড়

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৬, ২০২১
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন



সিলেটে ফাইজারের টিকা নিয়ে কাড়াকাড়ি, ওসমানীতে ভিড়

সিলেটে গত ১৪ অক্টোবর থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। শুরু থেকেই এ টিকা পাওয়া নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। প্রথমে শুধুমাত্র প্রবাসী অ্যাপে নিবন্ধনকারীদের এ টিকা দেওয়া হলেও বর্তমানে সুরক্ষা অ্যাপে নিবন্ধনকারীরাও ফাইজারের টিকা পাচ্ছেন।

এ অবস্থায় হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত টিকাকেন্দ্রের ভিড় নিচতলায় এসে পৌঁছে। ভোর থেকেই কেন্দ্রে আসছেন টিকাগ্রহীতারা। অনেকে আবার দীর্ঘ অপেক্ষা করে টিকা না পেয়ে ফিরছেন বাসায়।

আজ সোমবার (২৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে মানুষের ভিড়। রোদের মধ্যে টিকার জন্য অপেক্ষায় ছিলেন টিকা নিতে আসা অসংখ্য মানুষ।

দীর্ঘ অপেক্ষার পর টিকা দিয়ে আরিফ হোসেন বলেন, ‘টিকা নিতে প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এর মধ্যে প্রচন্ড গরম। অনেকে টিকা পেলেও শেষ পর্যন্ত আমি আজ টিকা পাইনি। আগামীকাল ফের আসার জন্য বলা হয়েছে।’

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘ বর্তমানে যারা টিকা নিচ্ছেন তাদের সিনোফার্মের টিকা নেওয়ার জন্য ম্যাসেজ দেওয়া হয়েছিল। তখন এ সব মানুষ টিকা নেননি। বর্তমানে তারা ফাইজারের টিকার জন্য বেশি ভিড় করছেন। এছাড়া ফাইজারের টিকা শুধু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে দেওয়া হচ্ছে। ফলে এখানো মানুষের ভিড় খুব বেশি।’ সরকারের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো কেন্দ্রে এ টিকা দেওয়া সম্ভব না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সিসিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে নতুন করে নিবন্ধন করেছেন নগরের প্রায় ১৩ হাজার মানুষ। তবে টিকাকেন্দ্রে পুরোনো নিবন্ধনকারীরা ভিড় করার কারণে আপাতত নতুন নিবন্ধনকারীদের টিকা গ্রহণের জন্য ম্যাসেজ পাচ্ছেন না।

নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আরও ফাইজারের টিকা আসবে বলে আশা করছি। সবাইকে আমরা এ টিকা দিতে পারব।’

এনএইচ/আরসি-২০