শান্তিগঞ্জে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৬, ২০২১
০৩:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২১
০৩:৪২ অপরাহ্ন



শান্তিগঞ্জে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে জেলার সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। 

এরই মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন রয়েছে। এই সব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী(আওয়ামী লীগ)  তালিকা প্রকাশ করা হয়েছে। 

শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন, শিমুলবাক ইউপিতে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান জিত, জয়কলস ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পাথারিয়া ইউপিতে প্রবাসী শামছুল ইসলাম রাজা, দরগাপাশা ইউপিতে মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউপিতে রাশিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপিতে জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও রিয়াজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপিতে এ্যাড. দেবাংশ শেখর দাস। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ নভেম্বর পর্যন্ত।

এস টি/বি এন-০৬