ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২১
১১:৩২ অপরাহ্ন
গত চার দিন ঝুঁকিপুর্ণ থাকার পর অবশেষে আজ সংস্কার হয়েছে সিলেটে-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ ইলাশপুর সেতুর সংস্কার কাজ।
গত চার দিন ধরে সংস্কার না করে ঝুঁকিপুর্ণ পড়ে রয়েছে দেখে গতকাল ফেসবুকে পোস্ট করলে সেটা ভাইরাল হয় ।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সড়ক ও জনপথ বিভাগ তাদের নির্ধারিত ঠিকাদার দ্বারা এটি মেরামত করতে দেখা যায়।
আজ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার একপাশ বন্ধ রেখে ভাঙ্গাস্থানে সিল্পার্ট বসিয়ে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ চলছে।
ঠিকাদার পারভেছের সাথে কথা বলাকালে তিনি বলেন, মোস্তাফিজুর স্যার গতকাল আমাকে এই কাজটি করার জোর তাগাদা দিয়েছিলেন।আমরা সকালেই এসে কাজে লেগেছি ।
তিনি আরও বলেন রাস্তার ভাঙ্গা, রং করা এই কাজগুলো আমরাই করি স্যারের নির্দেশ মতো। এসব কাজে আমাদের কেউ সাথে থাকার প্রয়োজন পড়ে না।
এ ব্যাপারে জানতে সিলেট সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের ফোনে একাধিকবার কল দিলে ও তিনি ফোন রিসিভ করেন নি।
এস সি/বি এন-১০