জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৬, ২০২১
০৫:৫২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন



জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে জামালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।

সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন তার জন্য সকলকে মান-অভিমান ভুলে কাজ করতে হবে। আমি আশা করছি আগামী নির্বাচনে পরীক্ষিত ও জনপ্রিয় ব্যক্তিরা উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। নৌকা প্রার্থীর জন্য আপনারা সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোট চাইলে হয়তো নৌকাকে বিজয়ী করা সম্ভব।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান।

অপরদিকে, দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসায় হাজী আব্দুল করিম দু’তলা ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ সভাপতি রেজাউল করিম শামীম। মাওলানা আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিজুল হক প্রমুখ।

মাদ্রাসার পুকুর ভরাট ও শৌচাগারের জন্য ২৫ লাখ টাকাসহ এতিম ছাত্রদের পোশাকের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বি আর/বি এন-১১