নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২১
০৩:৫৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাব-মুহিবুন্নেছা সম্মাননা পদক পাচ্ছেন দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক, গবেষক ও লেখক আব্দুল হামিদ মানিক। গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এবারের পদকের জন্য আব্দুল হামিদ মানিককে মনোনীত করা হয়।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহসাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক।
শিগগিরই অনুষ্ঠানিকভাবে আব্দুল হামিদ মানিককে সিলেট প্রেসক্লাব-মুহিবুন্নেছা পদক প্রদান করা হবে বলে প্রেসক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে প্রবর্তিত সিলেট প্রেসক্লাব-মুহিবুন্নেছা পদক ইতোপূর্বে পেয়েছেন আব্দুল ওয়াহিদ খান, আব্দুল মালিক চৌধুরী, আতাউর রহমান আতা, ইকবাল কবির ও কামকামুর রাজ্জাক রুনু।
আরসি-২৯