জৈন্তাপুরের ইউপিতে নৌকার মাঝি যারা

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২১
০৪:২৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৪:২৬ পূর্বাহ্ন



জৈন্তাপুরের ইউপিতে নৌকার মাঝি যারা

অবশেষে জৈন্তাপুরের ৫ ইউপিতে নৌকা মনোনীত প্রার্থী নির্বাচন চুড়ান্ত করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হলেন ২ নম্বর জৈন্তাপুর ইউপিতে আব্দুর রাজ্জাক রাজা, ৩ নম্বর চারিকাটা ইউপিতে মো. সিরাজুল ইসলাম, ৪ নম্বর দরবস্ত ইউপিতে মো. কুতুব উদ্দিন, ৫ নম্বর ফতেপুর ইউপিতে মো. রফিক আহমদ এবং ৬ নম্বর চিকনাগুল ইউপিতে মো. কামরুজ্জামান চৌধুরী।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, আমরা শুরু থেকে বলে আসছি এবার উপজেলার ইউপি গুলোতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের রায়কে সম্মান জানানো হবে। সেই হিসাবে যারা দলীয় প্রতিক পেয়েছেন তাদের হয়ে তথা বাংলাদেশ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেবেন।

আরকে/আরসি-০১