প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৭, ২০২১
০৫:০৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৫:৪৮ পূর্বাহ্ন



প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাদি গ্রেপ্তার
ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল

সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সামসুদ্দোহা সাদিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে কুষ্টিয়া জেলার ফিলিপনগর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে সিআডি সূত্রে জানা গেছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সিআইডি সূত্র।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, সামসুদ্দোহা সাদি দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। ফিলিপচর থেকে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন সাদি। আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ঢাকায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

সূত্র বলছে, রাহাতকে ছুরিকাঘাতের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে দক্ষিণ সুরমা উপজেলার একটি স্থানীয় বাজারে আশ্রয় নেন সাদি ও তার সহযোগীরা। তখনও তিনি জানেন না রাহাত মারা গেছেন। দক্ষিণ সুরমা থানা পুলিশও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাদির অবস্থান নিশ্চিত হয়ে ওই বাজারে উপস্থিত হয়। 

গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাহাতের মুঠোফোনে একটি কল আসে। হত্যার ঘটনায় সাদির দিকে অভিযোগের তীর উঠে আসায় সিলেটের স্থানীয় এক সাংবাদিক রাহাত বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে কল দেন। ২৭ সেকেন্ডের ওই ফোনালাপেই প্রথমবারের মতো সাদি জানতে পারেন রাহাত মারা গেছেন। 

এর পরপরই কল কেটে ফোন বন্ধ করে পালিয়ে যান ঘাতক সাদি। ফলে পুলিশ সাদির কাছাকাছি এসেও তাকে গ্রেপ্তার করতে পারেনি। এরপর থেকেই পলাতক ছিলেন প্রধান অভিযুক্ত সামসুদ্দোহা সাদি। পালিয়ে চলে যান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ফিলিপনগর ইউনিয়নে। পাশেই ছিল ভারতীয় সীমান্ত, মাঝখানে একটি নদী। 

সীমানা পেরিয়ে ভারতে পালানোর সব পরিকল্পনা সেরে নিয়েছিলেন সাদি। কিন্তু তার সকল পরিকল্পনা ভেস্তে যায়। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সামসুদ্দোহা সাদিকে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে সিলেট মিররকে বলেন, 'সাদিকে সিআইডি গ্রেপ্তার করেছে, এমন তথ্য আমিও শুনেছি। তবে অফিশিয়ালি এখনও আমাদের কিছু জানানো হয়নি৷'

এনএইচ/আরসি-০২