খেলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই নিরাপত্তার অজুহাতে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়েছিল নিউজিল্যান্ড দল। তখনই পাকিস্তান ঘোষণা দেয়, বিশ্বকাপে কিউইদের হারিয়ে এর প্রতিশোধ নেবে তারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেই প্রতিশোধটা নিয়েই নিলো বাবর আজমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের দেওয়া ১৩৫ রানের টার্গেটে পাকিস্তান পৌঁছে গেছে ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই।
পঞ্চদশ ওভারে ৮৭ রানে ৫ উইকেট হারালেও পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান শোয়েব মালিক ও আসিফ আলী। মালিক ২০ বলে ২৬ ও আসিফ ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
কিউইদের পক্ষে ইশ সোদি ২টি উইকেট নেন। এছাড়া মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট লাভ করেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ১৩৪ রানের বেশি করতে পারেনি উইলিয়ামসনবাহিনী। কিউইদের পক্ষে ওপেনার ড্যারি মিচেল ও ডেভন কনওয়ে ২৭ রান করে করেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৫ রান। পাকিস্তানি পেসার হারিস রউফ ৪ ওভারে ২২ রানের বিনিময়ে তোলে নেন ৪টি উইকেট।
ভারত বধের নায়ক শাহীন শাহ আফ্রিদি ৪ ওভারে এক মেডেনসহ ২১ রান দিয়ে একটি উইকেট নেন। ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজও নেন একটি করে উইকেট। হারিস রউফের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার।
আরসি-০৩