বিভিন্ন জেরের কারণেই কলেজ ছাত্র রাহাতকে খুন করে সাদি-সিআইডি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৭, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৪:৩৯ অপরাহ্ন



বিভিন্ন জেরের কারণেই কলেজ ছাত্র রাহাতকে খুন করে সাদি-সিআইডি

ছুরিকাঘাতে নিহত সিলেটের দক্ষিণ সুরমায় কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাতের সঙ্গে গ্রেপ্তার সাদির বেশি কিছুদিন ধরে বিভিন্ন বিষয়ে জের চলছিল। এ সব জেরের কারণেই রাহাতকে খুন করে সাদি। 

আজ বুধবার (২৭ অক্টোবর) ঢাকার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়৷ 

এ সময় আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, পূর্ব পরিকল্পিতভাবেই সাদি কলেজের বাইরে বাইক নিয়ে অবস্থান করছিল। এ সময় তারসাথে ছিল আরেক আসামি তানভীর।  নিহত রাহাত কলেজে আসার পর পর ২০-৩০ সেকেন্ডের মধ্যে সাদি তার নিজ পকেট থেকে ছুরি বের করে রাহাতকে আঘাত করে। পরে সে পালিয়ে যায়৷ 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওইস্থান থেকে পালিয়ে যাওয়ার পর সে ঢাকার মিরপুরে গিয়ে আত্মগোপন করে। সেখান থেকে কুষ্টিয়ার দুর্গম চরাঞ্চলে সে চলে যায়৷ পরে বিভিন্ন সোর্সের তথ্যের মাধ্যমে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

এনএইচ/আরসি-০৭