তাহিরপুর প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২১
০৭:১৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৭:১৪ অপরাহ্ন
দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। নতুন এ কমিটিতে আশ্রাউল জামান ইমনকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ৯ জন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, “দীর্ঘদিন যাবত তাহিরপুর উপজেলায় ছাত্রলীগের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ছিল। কেন্দ্রীয় নির্দেশে তৃণমূল ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে দলের প্রতি নিবেদিত ও সক্রিয়দের নিয়ে এ কমিটি করে দিয়েছি।
এ এইচ/বি এন-০৪