দিরাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২১
০৪:২১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৪:৩২ অপরাহ্ন



দিরাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিরাইয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় পৌর সদরের আরামবাগস্থ প্রয়াত আব্দুস শহিদ চৌধুরীর বাসভবনে আব্দুস শহিদ গ্রুপ হিসেবে পরিচিত বিএনপি একাংশের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি নেতা আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজি আহমদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযুদ্ধা প্রবাসী নেতা ময়না মিয়া, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা রশিদ আহমদ চৌধুরী বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শুয়েব হাসান, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর জুয়েল তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন, সালমান হোসেইন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়, রেজাউল করিম চৌধুরী, আনোয়ার হোসেন, জাকারিয়া চৌধুরী, যুবদল নেতা ইমরান চৌধুরী, সেলিম তালুকদার, দুলাল তালুকদার, তালাল চৌধুরী, আতিকুর রহমান শিহাব, ইকবাল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  ওয়াহাব মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুহাসান চৌধুরী সাজু, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান রিজু। পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, শুয়েব মিয়া, হোসাইন মিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।

আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মরহুম আব্দুস শহীদ চৌধুরী এবং বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আরজান খাঁন চেয়ারম্যান সাহেবের রুহের মাগফেরাত কামনা করে করেন মাওলানা আজিজুর রহমান চন্ডিপুরী। দিরাই-শাল্লা উপজেলার শতাধিক ইমাম এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ এইচ/বি এন-০৬