বিয়ানীবাজারে ‘পুষ্টি উন্নয়ন জোরদারকরণ কর্মশালা’ অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২১
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৮:৩২ অপরাহ্ন



বিয়ানীবাজারে ‘পুষ্টি উন্নয়ন জোরদারকরণ কর্মশালা’ অনুষ্ঠিত

বিয়ানীবাজারে সূচনা প্রকল্প আরডিআরএস আয়োজিত ‘পুষ্টি উন্নয়ন সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস- এ লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। 

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, মৎস্য কর্মকর্তা হাসিব হাসান, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোক্তাদির বিল্লাহ প্রমুখ।

কর্মশালার শুরুতে সূচনার বাংলাদেশ সমন্বয়ক ফরাজদুক ভূঞা স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রকল্পের বিয়ানীবাজারের স্বচিত্র কার্যক্রম তুলে ধরেন সূচনা প্রকল্প বিয়ানীবাজার সমন্বয়ক তরিকুল ইসলাম। প্রকল্পের মেয়াদে বিয়ানীবাজারে ১৫০৩০ জন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন ও সাবলম্বি করা হয়েছে।

এস এ/বি এন-০৮