বিয়ানীবাজারে নারীর ক্ষমতায়ন নিয়ে ‌‌‌‘তথ্য আপা’র উঠান বৈঠক

বিয়ানীবাজার প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২১
০৯:০৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৯:০৯ অপরাহ্ন



বিয়ানীবাজারে নারীর ক্ষমতায়ন নিয়ে ‌‌‌‘তথ্য আপা’র উঠান বৈঠক

বিয়ানীবাজার উপজেলার লাউতায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ‘নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ’ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের একটি বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য বৈঠকে এলাকার অর্ধ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১৫ হাজারেরও বেশি নারীকে নিয়ে কাজ করছে উপজেলা তথ্য কর্মকর্তা ‘তথ্য আপা’। এরই ধারাবাহিকতায় নারীদের নিয়ে লাউতা ইউনিয়নে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপজেলা তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা শিউলী বেগমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউপি সদস্য লতিফ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য লুৎফুর রহমান ফয়সল।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ‘গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা সুবিধা প্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে তরান্বিত করবে। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার অধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ের কাজ এগিয়ে চলছে। তথ্য আপারা যতই চেষ্টা করুক, নারীরা যদি এগিয়ে না আসে তাহলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে না। এ কারণে নারীদেরকেও এগিয়ে আসতে হবে।’

উঠান বৈঠকে তথ্যসেবা সহকারী ওয়াহিদা পারভিন ও কল্পনা খাতুনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এ/বি এন-১৪