জৈন্তাপুর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট নয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফাতেমা বেগম (৩৮)। তিনি নয়াবাড়ী গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের জানালা খুলতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান ৷ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে মিটারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফাতেমাকে উদ্ধার করে ৷
এলাকাবাসী বলেন, রান্না ঘরে বিদ্যুতের কাজের জন্য লাইন নেওয়া হয়েছিল ৷ ভুল বশত হয়ত লাইনের কাটা অংশ গ্রীলে জড়িয়ে থাকায় গ্রীলে বিদ্যুতায়িত হয় ৷ বিষয়টি বুঝতে না পরে গ্রীল খুলতে গেলে তিনি বিদ্যুতায়িত হন ৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয় জানা নেই ৷ লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি ৷
আরকেএস/আরসি-১৫