ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে সালমা বেগম (৩২) নামের দুই সন্তানের এক মা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (২৭ অক্টোবর) উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামে বসত ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন সালমা বেগম। এ সময় বাড়িতে কেউ ছিল না। বিকেল ৪টার দিকে নিহতের ছোট ছেলে বাড়িতে ফিরে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বিকাল ৩টার দিকে ওই মহিলা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরসি-১৭