ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে তাহিরপুরে ঝাড়ু মিছিল

তাহিরপুর প্রতিনিধি


অক্টোবর ২৮, ২০২১
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২১
০১:২২ পূর্বাহ্ন



ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে তাহিরপুরে ঝাড়ু মিছিল

সুনামগঞ্জের তাহিরপুরে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড় মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। আজ বুধবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে ও বাদাঘাট বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এর আগে মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আশ্রাউল জামান ইমনকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঢাকায় তাদের মাই ম্যান দিয়ে মাঠ পর্যায়ের ত্যাগীদের বাদ দিয়ে নিস্ক্রিয় ও অযোগ্যদের নিয়ে, স্থানীয় আওয়ামীলীগ এবং সাংসদের সাথে সমন্বয় না করে কমিটি গঠিত হয়েছে বলে মন্তব্য করেন সদ্য ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করা উপজেলা ছাত্রলীগের নেতা রাহাত হায়দার।

এ প্রতিবেদককে তিনি আরো জানান, আমি আওয়ামী পরিবারের সন্তান। জন্মসূত্রেই আমরা মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগের আদর্শে বিশ^াসী। কিন্তু সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে যেসব কর্মীরা ছাত্রলীগকে সুসংগঠিত করতে কাজ করছে এবং দলের জন্য নিবেদিত তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। তাই সিনিয়র সহ-সভাপতির পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

নতুন কমিটিতে সহ-সভাপতির পদ পাওয়া ইয়াসির আরাফাত অপু তালুকদার বলেন, আমি মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে অর্থের বিনিময়ে পদ-পদবী দেওয়া হয়েছে। এবং আমাকে অবমূল্যায়ন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের নেতা রাজন চন্দ এ প্রতিবেদককে জানান, রাজধানী ঢাকায় বসে অর্থের বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের নিয়ে এ কমিটির পদ ভাগ বাটোয়ারা হয়েছে। তার পরিবর্তীতে আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী এবং নিবেদিত, ত্যাগী ও প্রকৃত ছাত্রদের বাদ দেওয়া হয়েছে। তাই এ কমিটি আমরা প্রত্যাখ্যান করছি।

তবে এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র বক্তব্য জানা সম্ভব হয়নি ।

এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ প্রতিবেদককে বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। এর বেশি কিছু জানিনা।

আরসি-১৯