চাকু উদ্ধার, সাদীকে আদালতে তোলা হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৮, ২০২১
০৪:০৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২১
০৪:০৪ অপরাহ্ন



চাকু উদ্ধার, সাদীকে আদালতে তোলা হচ্ছে আজ

রাহাত হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শামসুদ্দোহা সাদী।

সিলেটের দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলায় গ্রেপ্তার শামসুদ্দোহা সাদীকে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আদালতে প্রেরণ করা হবে। 

এর আগে আজ সকাল সাড়ে ছয়টার দিকে সাদীর দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে সিআইডি সিলেট। 

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিআইডি সিলেট মহানগর ও জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, সাদি হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে বলেছে হত্যার উদ্দেশ্যে রাহাতকে ছুরিকাঘাত করেনি। 

সাদিকে দুপুরে আগেই আদালতে সোপর্দ করা হবে জানিয়ে সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, 'তাকে কিছুক্ষণের মধ্যেই আমরা আদালতে সোপর্দ করব।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক ভাবে সাদি আমাদের এই হত্যাকাণ্ডে সে এবং এজহারনামীয় দুই আসামি জড়িত বলে জানিয়েছে৷' বাকি দুই আসামি গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি। 

সুজ্ঞান চাকমা বলেন, 'রাতে ঢাকা থেকে সিলেটে নিয়ে আসার পর আজ সকালে সাড়ে ছয়টার দিকে সাদিকে নিয়ে আমরা অভিযান চালাই। তার দেখানো স্থান দক্ষিণ সুরমা থানাধীন সিলাম হাজীপুরের একটি ডোবা থেকে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।'


এনএইচ-১/এএফ-১