জামালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জে দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সম্মুখে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সফর আলী, দপ্তর সম্পাদক আলতাফ আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, খেলাঘর আসরের সভাপতি আলী আক্কাছ মুরাদ, জামালগঞ্জ সাহিত্য পরিষদের সদস্য সচিব এম আল আমিন, খিদমাতুল ইনচান ফাউন্ডেশনের সভাপতি আলতাফুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোপেশ রঞ্জন দাস, পরেশ দেবনাথ, অনিরুদ্ধ দাস, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম নূর, অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও সদস্য মহসিন কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদকসহ তিন সাংবাদিকের মুক্তি দাবি করেন।
বি আর/বি এন-০৮