চুনারুঘাট থেকে অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৮, ২০২১
০৫:২৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২১
০৫:২৭ অপরাহ্ন



চুনারুঘাট থেকে অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট থেকে অস্ত্রসহ হোসেন আলী (৫৫) ও মো. আলাউদ্দিন (৪০) নামে দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব ০৯ সিপিসি -১ এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত হোসেন আলী চুনারুঘাট উপজেলার ইসলামপুর জিদ্দরছড়ার নজির আলীর ছেলে ও মো. আলাউদ্দিন মধ্য রাণীগাঁও গ্রামের আলী আহম্মদের ছেলে ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে চুনারুঘাট উপজেলার পঞ্চবটি  বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯  হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় পাইপগান, দুইটি কার্তুজ, গাছের গুঁড়ি, গাছ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ  বেশি কয়েকটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা করেছে। এছাড়া বন বিভাগের বন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।


এস আর/বি এন-১২