রাসেল সিংহের মাতার মৃত্যুতে বিএমজেকেএস'র শোক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২১
০১:১২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন



রাসেল সিংহের মাতার মৃত্যুতে বিএমজেকেএস'র শোক


বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সংস্থা(বিএমজেকেএস) যুগ্ম সাধারণ সম্পাদক  সমাজসেবক মাইবম রাসেল সিংহের মাতা মাইবম মাতন দেবীর  মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএমজেকেএস সংস্থা। মঙ্গলবার ভোরে মাতন দেবী  নিজ বাসভবন শিবগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে  বিদেহী আত্মার শান্তি ও শোক প্রকাশ করেন বিএমজেকেএস এর সভাপতি এফ নরেন্দ্র সিংহ ও সাধারণ সম্পাদক সজল সিনহা।

এএন/০১