তাহিরপুর প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২১
০৮:০২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০৮:০২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে তিন লাখ ভারতীয় রুপিসহ মো. শরীফ (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত যুবক নেত্রকোনার কমলাকান্দ উপজেলার বটতলা গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক তসলিম এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের কাছ থেকে তিন লাখ ভারতীয় রুপি ছাড়াও দেড় লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
এ এইচ/বি এন-০২