শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

 "মুজিব বর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপিত হয়েছে। 

শনিবার ( ৩০ অক্টোবর)  সকাল ১০ টায় শান্তির প্রতীক  পায়রা উড়িয়ে এবং বর্নাঢ্য র‍্যালির মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডের উদ্বোধন করা হয়। 

এ  উপলক্ষে নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবালের সভাপতিত্বে এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, 

 শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশের গুরুত্ব ও কার্যক্রমকে কিভাবে আরো বেশি গতিশীল করা যায় সে বিষয়ে বক্তব্য প্রদান করেন।

বক্তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে।

স্বাগত বক্তব্যে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, কমিউনিটি পুলিশিং জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে। বর্তমানে পুলিশ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং প্রত্যাশিত সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

এস ডি/বি এন-০৮