ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২১
০৫:৪৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৫:৪৪ অপরাহ্ন



ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত, দুনীতিবাজ, দলীয় অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণ মিলনায়তনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা এই বর্ধিত সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক শামীম আহমেদ  মুরাদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমেদ তালুকদার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান শেলী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর উদ্দিন,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল হুদা মুকুল,সাধারণ সম্পাদক আব্দুর রব তালুকদার,পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান দুলাল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক ভূইয়া,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত কান্তি দাস,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম ওয়াসিম,উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী, উপজেলা   যুবলীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য  নূর রহমান তুষার প্রমুখ।

বর্ধিত সভা শুরু হওয়ার আগে সংগঠনটির উদ্যোগে  ধর্মপাশা উপজেলার সদর বাজারে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।   

সংগঠনটির অপর অংশের নেতাকর্মীদের উদ্যোগে একই বিষয় নিয়ে গত ২৭ অক্টোবর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

এস এ/বি এন-১৩