দেশে আরও বেশি প্রবাসী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০২, ২০২১
০১:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
০১:৩৭ অপরাহ্ন



দেশে আরও বেশি প্রবাসী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের দেওয়া অফুরন্ত সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘আমরা প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করবো এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করবো।’

স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমুখী উল্লেখ করে তিনি বলেন, তারা সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।

এ সময় শেখ হাসিনা যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত দুই শতাংশ প্রণোদনার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের সম্মান বেড়েছে না কমেছে সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য ফিরুক, এটা তারা চায় না।

আরসি-০৬