হবিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০২, ২০২১
০৮:১৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২১
০৮:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে বাবার গাড়ি চাপায় পড়ে ওমর ফারুক (১৪ মাস) নামে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। ওমর ফারুক সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলমগীর মিয়া বাড়ির উঠোনে তার মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার ছেলে ওমর ফারুক গাড়ির পেছনে এসে পড়ে । তখন গাড়ির চাপায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ আধুুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
এস আর/বি এন-০৪/বিএ-০১