হবিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০২, ২০২১
১০:২৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২১
১০:৩০ পূর্বাহ্ন
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল তালুকদার নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাহুল তালুকদার সদর উপজেলার জালালাবাদ গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ( ২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে একটি প্রাইভেটকার বানিয়াচং থেকে হবিগঞ্জ শহরে আসার পথে বানিয়াচং সড়কের কালারডোবা নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই রাহুল মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবসস্থায় এক শিশুকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
এস আর/বি এন-১১