দোয়ারাবাজারে মিথ্যা তথ্য দেয়ায় চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

দোয়ারাবাজার প্রতিনিধি


নভেম্বর ০৩, ২০২১
০২:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২১
০২:০১ অপরাহ্ন



দোয়ারাবাজারে মিথ্যা তথ্য দেয়ায় চেয়ারম্যান প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টারে মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী নিজেকে প্রভাষক দাবি করায় বুধবার (৩ নভেম্বর) অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পোস্টার অপসারণ করার নির্দেশ দিয়েছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ। 

অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম তাঁর নামের পূর্বে লিফলেট ও পোস্টারে প্রভাষক হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে এলাকার সাধারণ ভোটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে উপজেলা প্রশাসন দ্রুত পোস্টার অপসারণের নির্দেশ দেন। 

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, 'ভুলে সাবেক শব্দটা লেখা হয়নি। আমি সংশোধন করে ফেলবো'। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ বলেন, পোস্টার ও লিফলেটে মিথ্যা তথ্য উপস্থাপন করায় পোস্টার সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থী নিজে থেকে পোস্টার অপসারণ না করলে প্রশাসনিকভাবে তা অপসারণ করা হবে। 

এইচ এইচ/বি এন-০৭