হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চুনারুঘাট সংবাদদাতা


নভেম্বর ০৫, ২০২১
১১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২১
১১:৪৯ পূর্বাহ্ন



হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নরপতি গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার লাশ দুটি উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের আবদুর রউফ (৩৮) ও তার স্ত্রী আলেয়া আক্তারের (৩০)। আবদুর রউফ রিকশাচালক ছিলেন। তার স্ত্রী মধ্যপ্রাচ্যফেরত একজন গৃহকর্মী। তাদের রায়হান (১০) ও ফরহাদ (৬) নামের দুই শিশুপুত্র আছে।

স্বজনদের দাবি, এটি হত্যাকাণ্ড। তবে পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রউফ ও আলেয়া আক্তার দম্পতি গ্রামের হাওরে একটি বাড়ি তৈরি করে সেখানে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তাদের আশপাশে আর কোনো বাড়িঘর নেই। প্রতিদিনের মতো নিজ বাড়িতে রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকালে তাদের দুই সন্তান রায়হান ও ফরহাদ ঘুম থেকে উঠে দেখতে পায়, ঘরের আড়ার সঙ্গে এক রশিতে তাদের মা-বাবার লাশ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।’

জিএ/আরসি-১১