শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ০৫, ২০২১
১২:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২১
১২:৫৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগ এবং সমিতির যৌথ উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রথম 'লেটস টক অ্যান্ড লিসেন' শিরোনামে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, অধ্যাপক ড. নূর মো. মজুমদার, অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক আমেনা খাতুন, সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া, সহকারী অধ্যাপক জাবেদ কায়সার ইবনে রহমান, সহকারী অধ্যাপক ড. মনযুরুল হায়দার, সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, প্রভাষক নাবিলা কায়সার, সুবর্ণা নন্দি মজুমদার প্রমুখ।
উন্মুক্ত আলোচনা সভায় বিভাগটির ২৫তম ব্যাচ থেকে শুরু করে ২০তম ব্যাচের মোট ১৫ জন শিক্ষার্থী বিভাগের কাছে তাদের চাওয়া-পাওয়া ও বিভিন্ন মতামত তুলে ধরেন। শিক্ষার্থীদের মতামতের বিপরীতে বিভাগের সকল শিক্ষক তাদের বক্তব্য তুলে ধরেন।
বিভাগটির স্নাতকোত্তর শিক্ষার্থী ইফরান ভুঁইয়া বলেন, বিভাগ কর্তৃক আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আলোচনা সভাটি ছিল খুবই প্রাণবন্ত এবং ফলপ্রসূ। এর মাধ্যমে বিভাগের কাছে আমাদের বিভিন্ন দাবি-দাওয়া এবং পড়াশোনার গুণগত মান উন্নয়ন কীভাবে করা যাবে তার একটা ধারণা পেয়েছি। এছাড়া, এই আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মতামত দেওয়ার মত বিশাল সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও সুগভীর হয়েছে। আমরা আশা করি, এই ধরণের প্রোগ্রাম ভবিষ্যতে আরও হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
বিভাগীয় প্রধান আফম জাকারিয়া জানান, শিক্ষার্থীরা যে কোনো বিভাগের প্রাণ, তারাই প্রধান স্টেইকহোল্ডার। সেমিস্টার শুরুর প্রাক্কালে তাদের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নৃবিজ্ঞান সমিতি ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এনএইচ/আরসি-১৪