মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি


নভেম্বর ০৬, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন



মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে সমবায়ীদের নিয়ে এক র‌্যালি বের করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. হাবিবুর রহমান মানিক।

উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউ.সি.সি.এ লি. এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান শাহ, বিআরডিবি কর্মকর্তা আবুল ফয়সাল চৌধুরী, বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর সভাপতি সাংবাদিক মোহাম্মদ অলিদ মিয়া, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক মো. আইয়ুব খান, প্রচেষ্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সেক্রেটারি প্রদীপ কৌরি, মঙ্গলপুর সিআইজি এর সমবায়ী মো. আমিরুল ইসলাম, নিশান মাল্টিপারপাস এর সদস্য মাসুদুর রহমান মাসুদ প্রমূখ। 

ও এম/বি এন-০২