শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির কোনো সুযোগ নেই

দোয়ারাবাজার প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন



শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির কোনো সুযোগ নেই

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, 'শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। কারচুপির কোনো সুযোগ নেই। প্রতি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সেখানেই ভোট গণনা করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।  প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার, বিজিবির সদস্যরা নিয়োজিত থাকবে।'

সোমবার (৮ নভেম্বর) সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ'র সভাপতিত্বে  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার প্রমুখ।

এইচ এইচ/বি এন-০৫