জামালগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২১
১০:০৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২১
১০:০৭ অপরাহ্ন
জামালগঞ্জে সড়ক ও নৌপথ নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে এক গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন শিশির।
লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুদ্দিন আলমগীর।
উপজেলা স্বাস্থ্য সহকারী কর্মকর্তা তপন চক্রবর্ত্তীর সঞ্চালনায় জনসচেতনতামূলক বক্তব্য রাখেন ডা. নিয়াজ মোর্শেদ তালুকদার, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ও গণমাধ্যম কর্মী আব্দুল্লাহ আল মামুন।
বি আর/বি এন-১১