গাছ কাটা নিয়ে বিরোধে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখম

মাধবপুর প্রতিনিধি


নভেম্বর ১১, ২০২১
০৮:০৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২১
০৮:০৭ পূর্বাহ্ন



গাছ কাটা নিয়ে বিরোধে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখম

হবিগঞ্জের মাধবপুরে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নম্বর এলাকায় চা শ্রমিক অপু গোয়ালা'র সাথে চুক্তি করে তার জমিতে গাছ লাগায় শাহজাহানপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বনগাঁও গ্রামের রফিক মিয়া মেম্বারের ছোটভাই আশরাফ উদ্দিন।

ইতিমধ্যেই কিছু গাছ কাটার উপযুক্ত হলে জমির মালিক থেকে তার অংশের গাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মো. দুলাল এর বড় ভাই শেখ আবু মিয়া কিনে নেন।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ২ টার দিকে আশরাফ উদ্দিন গাছ কাটতে গেলে খবর পেয়ে  শেখ দুলাল গিয়ে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আশরাফ উদ্দিন ও তার লোকজন দুলালকে মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঘটনার প্রতিবাদে শাহজাহান পুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সন্ধ্যায় তেলিয়াপাড়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আয়ূব খানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন শাহজাহান পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী মজনু, সাংগঠনিক সম্পাদক আপন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হুমায়ুন প্রমূখ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। 

ও এম/বি এন-০৬