নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭ জন আহত

নবীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১১, ২০২১
০১:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২১
০১:৪১ অপরাহ্ন



নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭ জন আহত
২ জনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় মহিলা, পিতা-পুত্রসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত পিতা-পুত্রকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নবীগঞ্জ হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের আনোয়ার মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুল আহাদ মিয়ার বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় আনোয়ার মিয়ার এক আত্মীয় ওই রাস্তা দিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আহাদ মিয়া, তার ভাই সালাম, মুকিত মিয়াসহ ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। পিতাকে বাঁচতে পুত্র সোহেলসহ স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীদের হাত থেকে আনোয়ার মিয়াসহ তার পরিবারের কেউ-ই রেহাই পাননি।

আহতরা হলেন, আনোয়ার মিয়া (৮০), তার ছেলে সোহেল মিয়া (৩০), রূপবান বিবি (৫০), আয়না বিবি (৪৭), জুয়েল মিয়া (৩০), আজির উদ্দিন (২২) ও রানা মিয়া (২৪)।

এর মধ্যে আনোয়ার মিয়া ও সোহেল মিয়াকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা আহতদের বাড়ি-ঘরেও হামলা ও ভাংচুর করেছে বলে জানাগেছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

এএম/আরসি-১৮